ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিজ শিশুকে পানিতে চুবিয়ে হত্যা করলেন মা!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ২৮, ২০২৩
নিজ শিশুকে পানিতে চুবিয়ে হত্যা করলেন মা! ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে মৌগাছী ইউনিয়নের বসন্তকেদার বকপাড়া গ্রামে ৩৮ দিন বয়সের শিশু আয়েশা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার মা তানিয়া খাতুনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (২৮ মে) বিকেলে জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২৭ মে) রাতে থানায় হত্যা মামলা করেন তার বাবা আলামিন হোসেন। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের বসন্তকেদার বকপাড়া (মধ্যপাড়া) গ্রামে। পানির পাত্র থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর বাবা আলামিন হোসেন বাদী হয়ে তার স্ত্রী তানিয়া খাতুনের (২০) বিরুদ্ধে মামলা করেন। শিশুটি তাদের দ্বিতীয় সন্তান ছিল। প্রথম সন্তান ছেলে।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বলেন, শনিবার বিকেলে আলামিন কাজে বাড়ির বাইরে ছিলেন। তারপর তার মা তানিয়া খাতুনও এক প্রতিবেশীকে কুকুরে কামড় দিয়েছে বলে তাকে দেখতে যান। এ সময় তানিয়ার জা রোজিনা খাতুন তাদের বাড়িতে গিয়ে দেখেন, শিশুটি গরুর খাবারের পাত্রের পানির মধ্যে পড়ে মরে রয়েছে। এ সময় তিনি চিৎকার দেন। পরে সবাই আসেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশু কন্যার মরদেহ উদ্ধার করে।

ওই শিশুর বাবা আলামিন পুলিশকে জানিয়েছেন, শনিবার তার বাড়ি থেকে বাইরে যাওয়ার পর স্ত্রী ও শিশুকন্যা ছাড়া আর কেউ ছিল না। খবর পেয়ে তিনি বাড়িতে গিয়ে দেখেন মেয়ে মারা গেছে। পরে স্ত্রী তাকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে শোবার ঘরে শিশুটিকে ঘুমে রেখে তিনি টয়লেটে যান। টয়লেট থেকে শুনতে পান পাশের বাড়িতে কাকে যেন কুকুর কামড় দিয়েছে। তাই তিনি টয়লেট থেকে বের হয়ে প্রতিবেশীকে দেখতে যান। এরপর রোজিনার চিৎকারে দ্রুত বাড়িতে ছুটে এসে দেখেন মেয়ে মারা গেছে।

ওসি সেলিম বাদশাহ বলেন, ওই নারীর চিৎকারে আশপাশের সবাই ছুটে আসেন। শিশুর মাও আসেন। কিন্তু তিনি শিশুর মরদেহ দেখে প্রথমে কান্নাকাটি করেননি। এতে অনেকেরই সন্দেহ হয়। রাতে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন, যে তিনিই নিজের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন। তখন মাথায় জিন চেপেছিল। আর জিন চাপলে কী হয় তিনি তা নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই এ ঘটনায় ওই শিশুর বাবা আলামিন থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় তানিয়াকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।