ফেনী: ফেনীতে ২০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. আলাউদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৯ মে) দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসূফের আদালতে এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি আলাউদ্দিন পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের পাটোয়ারী বাড়ির আমীর হোসেনের ছেলে।
আদালত সূত্র জানা যায়, ২০১২ সালের ২৭ জানুয়ারি রাত ৮টার দিকে ফেনী শহরের জেলা কারাগার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ আলাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতেই এ ঘটনায় ফেনী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আক্তার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী দিজেন্দ্র কুমার কংস বণিক জানান, রায় ঘোষণার আগেই আসামি আলাউদ্দিন জামিনে গিয়ে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসএইচডি/আরআইএস