ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবিতে ডেঙ্গু আক্রান্ত নেই, সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ২৯, ২০২৩
ঢাবিতে ডেঙ্গু আক্রান্ত নেই, সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ড্রেনে ডেঙ্গু নিধনে ওষুধ ছিটানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বিগত কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থীর।

এ মৌসুমে এখন পর্যন্ত কেউ ডেঙ্গুতে আক্রান্ত হননি। তবে আসন্ন ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনভাবে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী, এখনও কোনো শিক্ষার্থী আক্রান্ত হওয়ার ঘটনা নেই। এ কারণে শুরু থেকে পদক্ষেপ নেওয়া হলে আক্রান্তের সংখ্যা অনেক কম থাকবে বলে জানিয়েছেন মেডিকেলে কর্মরত ডাক্তার ও কর্মকর্তারা।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কর্তৃপক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের ওপর জোর দিয়েছে। সকালে ড্রেনগুলোতে ওষুধ ছিটানোর পাশাপাশি বিকেলে ফগার মেশিন দিয়ে ধোঁয়া দেওয়া হচ্ছে। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা ক্যাম্পাসে নিয়মিত ওষুধ দিচ্ছে। ক্যাম্পাসের মল চত্বর এলাকায় নির্মাণাধীন শতবর্ষের স্মৃতিস্তম্ভের নির্মাণকাজের কারণে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা পানির মধ্যে স্প্রে করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফগার মেশিন দিয়ে ধোঁয়া দেওয়া হচ্ছে।  ছবি: বাংলানিউজ

জানতে চাইলে মশক নিধন কর্মী ইয়াছিন বাংলানিউজকে বলেন, আমরা রোস্টার অনুযায়ী সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় কাজ করি। গতকাল পরীবাগে ওষুধ দিয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিচ্ছি।

সঙ্গে থাকা আরেক কর্মী শিখন হোসেন সচেতনতামূলক পোস্টার বিতরণ করছেন। জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। পাশাপাশি সবাই যদি সচেতন হয়, তাহলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ কারণে আমরা পোস্টার বিতরণ করছি যাতে ডেঙ্গু, চিকুনগুনিয়া সম্পর্কে সবাই জানতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকা ডা. রাজিয়া রহমান বাংলানিউজকে বলেন, সেন্টারে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে কেউ ডেঙ্গু শনাক্ত হয়নি। সামনে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাবে। এ কারণে ক্যাম্পাসের সব এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন বৃষ্টির পানি জমে না থাকে। ড্রেনগুলোতে ওষুধ ছিটাতে হবে। সর্বোপরি শিক্ষার্থীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে মশারি ব্যবহার ও ওডোমাস ক্রিম ব্যবহার করা যেতে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. তানজিন আকতার বাংলানিউজকে বলেন, ভালো দিক হচ্ছে আমাদের ক্যাম্পাসে এখনও আক্রান্ত কিংবা এডিস মশার উৎপত্তিস্থল পাওয়া যায়নি। তবে ওয়ান টাইম কাপ বা ডাবের খোসায় বৃষ্টির পানি যেন আটকে না থাকে সেটি খেয়াল রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসকেবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।