ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমূল ও সম্পাদক তোফাজ্জল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মে ৩০, ২০২৩
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমূল ও সম্পাদক তোফাজ্জল

ঢাকা: ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের (এনবিজেএফ) নতুন সভাপতি হয়েছেন দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক মো. নজমূল হক সরকার ও সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজের বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন।

মঙ্গলবার (৩০ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।  

কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি আলী মাহমুদ (দৈনিক দিনকাল), সহ সভাপতি জহিরুল ইসলাম (নিউটার্ন টুয়েন্টিফোর ডট কম). যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ আবু আলী (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা (বাংলা ট্রিবিউন), দপ্তর সম্পাদক নির্মল বর্মণ (দৈনিক সময়ের আলো), তথ্য ও প্রচার সম্পাদক শাহাদাত স্বপন (দৈনিক কালের কণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক সবুজ (বাংলা ভিশন টিভি)।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন, আবু ইউসুফ (দৈনিক সংগ্রাম), খায়রুজ্জামান কামাল (বাংলাদেশ সংবাদ সংস্থা, বাসস), মজিবুর রহমান চৌধুরী (বাংলাদেশ প্রতিদিন), শফিক আহমেদ (একাত্তর টিভি), জামিউল আহসান সিপু (দৈনিক ইত্তেফাক), শামছুল আলম সেতু (দৈনিক জনকণ্ঠ), আঞ্জুমান আরা মুন (দৈনিক করতোয়া), শামছুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), বাতেন বিপ্লব (এশিয়ান টিভি), এম এ মান্নান (বাংলাদেশ বেতার) ও মনোয়ারা আক্তার (বাংলাদেশ জার্নাল)।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।