ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ১, ২০২৩
পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পথচারীকে শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল সূর্য লাল (৫০) নামে এক মোটরসাইকেল চালকের।  

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সূর্য লাল উপজেলার পূর্ব পরবাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজীপুর গ্রামের অমর রঞ্জন নাথের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেলে বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন সূর্য লাল। যাত্রাপথে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সামনে আসার পর হঠাৎ পথচারী এক শিশু তার মোটরসাইকেলের সামনে পড়ে। এ সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সূর্য। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ০১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।