ঢাকা: রাজধানীর ওয়ারী টিপু সুলতান রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুহুল আমিন (১৯) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রুহুল আমিন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার খোরশেদ মিয়ার ছেলে। বর্তমানে তিনি শনিরআখড়ার গোবিন্দপুর এলাকায় থাকতেন।
জানা গেছে, ঘটনার পর অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. বিল্লাল হোসেন জানান, তারা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডিপিডিসি) দিনমজুর হিসেবে কাজ করেন। টিপু সুলতান রোডে রাস্তার পাশে গর্ত করে তাদের কাজ চলছিল। সে গর্তে পানি ওঠে, তাই বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচের ব্যবস্থা করা হচ্ছিল। তখন মোটরের সুইট দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রুহুলকে মৃত বলে ঘোষণা দেন।
চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এজেডএস/জেডএ