ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুন ৩, ২০২৩
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ইজিবাইকের চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে নার্গিস আক্তার (৩০) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুন) সকাল পৌনে ৮টার দিকে চিটাগাং রোড পাওয়ার হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নার্গিসকে হাসপাতালে নিয়ে আসা পোশাক কারখানার সিনিয়র ম্যানেজার রেদোয়ান মোশের্দ বলেন, ওই নারী আদমজী ইপিজেডের এপিক গ্রুপের পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। সকালে বাসা থেকে ইজিবাইকে করে পোশাক কারখানায় আসার সময় চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। পরে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে স্থানীয় আলিফ মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত নারীর ভাই মো. মামুন ইসলাম জানান, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। নার্গিস বর্তমানে চিটাগাং রোড সাত্তরনগর এলাকায় থাকতেন। সেখানে আদমজী ইপিজেডে একটি গার্মেন্টসে চাকরি করতেন। সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।