ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ রিনা বেগম নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
শনিবার (৩ জুন) সকালে যাত্রাবাড়ী থানার কুতুবখালী পকেট গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম জানান, এক মাদককারবারি যাত্রাবাড়ী থানার কুতুবখালী পকেট গেট এলাকার বি এইচ ফার্নিচারের সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৮ কেজি গাঁজাসহ রিনাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিনা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকার মাদককারবারির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার নামে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
পিএম/আরবি