ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পানছড়ির সীমান্তে ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুন ৩, ২০২৩
পানছড়ির সীমান্তে ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৪

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি থেকে ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক্টর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চারজনকে আটক করা হয়।

শুক্রবার (২ জুন) দিনগত রাতে উপজেলার দুদুকছড়া এলাকায় অভিযান চালানো হয়।  

আটকরা হলেন- ট্রাক্টরচালক পানছড়ির দমদম গ্রামের আবুল খায়ের  ৪৫), মোল্লাপাড়া গ্রামের শহিদ দেওয়ানের ছেলে জসিম (৩০) ও বাবুল মিয়া (৪০) এবং মধ্যনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো.রাকিব (২২)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে লোগাং বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ধনঞ্জয় কুমারের নেতৃত্বে  অভিযান চালানো হয়। এ সময়  ট্রাক্টরসহ ৬৫ বস্তা ভারতীয় চিনি, চালক, হেলপারসহ চারজনকে আটক করে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত  করে বলেন, আটকদের মামলার মাধ্যমে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।