ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গার্ল গাইডের ৫ দিনব্যাপী গাইড গাইডার প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জুন ৩, ২০২৩
গার্ল গাইডের ৫ দিনব্যাপী গাইড গাইডার প্রশিক্ষণ সম্পন্ন

ঢাকা: বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্পন্ন হয়েছে পাঁচ দিনব্যাপী গাইড গাইডার বেসিক কোর্স প্রশিক্ষণ।  

শনিবার (৩ জুন) রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজে ২৪ জন বিপিএড প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপনী পর্ব সম্পন্ন হয়।

 

অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও কাজী জেবুন্নেছা বেগম।  

অনুষ্ঠানে সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ পারভীন লায়লার সভাপতিত্বে গাইড সদস্য ও শারীরিক শিক্ষা কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৯ মে গাইড গাইডার বেসিক কোর্স প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাজী জেবুন্নেছা বেগম।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জাতীয় কমিশনার গার্ল গাইডের পক্ষে দূত হয়ে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

এ কর্মসূচির মধ্যে ছিল গার্ল গাইডিং পরিচিতি, উদ্দেশ্য, গাইডের ইউনিফর্ম সম্বন্ধে ধারণা, গাইডের ইতিহাস, গাইডের প্রতিজ্ঞা, লক্ষ্য, গাইডের নিয়মাবলী, পরোপকার, বাঁশির সংকেত, হাতের ইশারা, ও জাতীয় পতাকা সম্বন্ধে জ্ঞান ও জাতীয় সঙ্গীত, গার্ল গাইডের ৬টি ক্ষেত্র সম্বন্ধে ধারণা, নৈপুণ্য সূচক ব্যাজ অ্যাওয়ার্ড, পদ চিহ্ন অনুসরণ, হাইকিং, রেঞ্জার ইউনিটের ধারণা, গাইডারের দায়িত্ব, কর্তব্য ও গুণাবলী ইত্যাদি।

কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ, রেঞ্জার কমিশনার অধ্যাপক শামীম আরা, হলদে পাখি কমিশনার বেলা রাণী সরকার, আন্তর্জাতিক কমিশনার মোহসীনা আশরাফ, রাজধনী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম প্রমুখ। অংশগ্রহণকারীদের পরীক্ষা নেন জাতীয় কার্যালয়ের ট্রেইনার সালেহা বেগম।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
ইএসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।