ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুরুজ্জামান, সম্পাদক মুছা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুন ৪, ২০২৩
নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুরুজ্জামান, সম্পাদক মুছা

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. সুরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে মো. মশিউর রহমান মুছা নির্বাচিত হয়েছেন।  

শনিবার (৩ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সরকারি তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিরতিহীন ভোটগ্রহণ শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. আমীর হোসেন।

 

জানা গেছে, নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মোট ভোটার সংখ্যা ৩৮২ জন। এর মধ্যে ৩৭০ জন ভোটার সরকারি তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে উপস্থিত হয়ে তাদের ভোট দেন।  

এ নির্বাচনে যারা বিজয়ী হলেন- সভাপতি পদে মো.সুরুজ্জামান (চেয়ার প্রতীক) ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোফাজ্জল হোসেন (ছাতা প্রতীক) পেয়েছেন ১৮২ ভোট।  

সহ-সভাপতি পদে মো. আবদুল হামিদ (টেলিভিশন প্রতীকে) ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আমিরুল ইসলাম (মোবাইল প্রতীকে) পেয়েছেন ১৭১ ভোট।  

সাধারণ সম্পাদক পদে মো. মশিউর রহমান মুছা(বই প্রতীক) ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তৌহিদুল ইসলাম খোকন (ঘড়ি প্রতীক) ১৭৬ ভোট পেয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি  উপজেলা সমবায় অফিসার মো. আমীর হোসেন ভোটগ্রহণ করে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।  

এ সময় উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো.মোকছেদুর রহমান লেবু, পৌরসভার মেয়র মো. আবু বক্কও সিদ্দিক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ওয়াজ কুরুনী প্রমুখ উপস্থিত ছিলেন।

মাধ্যমিক শিক্ষক সমিতির ১২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে কোষাধ্যক্ষ পদে একজন ও সদস্য পদে আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।