ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুন ৪, ২০২৩
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৪ জুন) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় এক অটোরিকশাচালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের পূর্বধলা উপজেলার মৃত আব্দুল জলিলের ছেলে জাকির। তার পরিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় থাকে। তবে জাকিরের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই।

হাসপাতালে তার বোন বেলি আক্তার জানান, সকালে মোবাইল ফোনের মাধ্যমে তারা খবর পান জনপদ মোড়ে কোনো গাড়ির ধাক্কায় মারা গেছেন জাকির। পরে হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পান। জাকির ভবঘুরে প্রকৃতির ছিলেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।