ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুন ৪, ২০২৩
পাকুন্দিয়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

শনিবার (৩ জুন) কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার টুকচাঁনপুর এলাকার ইয়াকুব মোল্লার ছেলে মো. শরিফ মোল্লা (৩২) ও একই জেলার কসবা উপজেলার খিদিরপুর এলাকার সুরাফ মিয়ার ছেলে রুবেল (৩১)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকজন মাদকবিক্রেতা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা বহন করে নিয়ে এসে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে বিক্রয় করে আসছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৩ জুন) দুপুরের দিকে পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। সে সময় তাদের শরীর তল্লাশি করে ৬ কেজি গাঁজা পেয়ে জব্দ করা হয়। এছাড়া জব্দ করা হয় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইলফোন। আটকদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।