ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বিদ্যুৎকর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জুন ৬, ২০২৩
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বিদ্যুৎকর্মী নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় জয়ন্ত কুমার দাস (৫৬) নামে এক বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন।  

সোমবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার আলুকদিয়া বাজারের ক্যাফে সময় রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রী জয়ন্ত কুমার দাস বাগেরহাট জেলার সদর উপজেলার কুমড়ি রাখালগাদি গ্রামের মৃত শ্রীধাম কৃঞ্চ দাসের ছেলে। তিনি মেহেরপুর পল্লী সমিতির চুয়াডাঙা জোনাল অফিসে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে গ্রাহকের বিল বিতরণ করার সময় ক্যাফে সময় রেস্টুরেন্টের সামনে রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি মোটরসাইকেল জয়ন্তকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় জয়ন্তকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বাংলানিউজকে জানান, নিহত জয়ন্তের মরদেহ চুয়াডাঙা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, জুন ০৬, ২০২৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।