ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়িয়াল খাঁ নদে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুন ৬, ২০২৩
আড়িয়াল খাঁ নদে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

মাদারীপুর: জেলার আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ পেয়েছে পুলিশ।

মঙ্গলবার (০৬ জুন) দুপুরে সদর উপজেলার আড়িয়াল খাঁ নদীর পূর্ব রাস্তি এলাকায় মরদেহটি পাওয়া যায়।

তার বয়স আনুমানিক ২৭ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আড়িয়াল খাঁ নদে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। এটি কমপক্ষে ৪ থেকে ৫ দিন আগের মরদেহ হবে। নিহতের নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা বলা যাবে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।