ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এলএসডি-হেরোইনসহ সাবেক ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুন ৬, ২০২৩
এলএসডি-হেরোইনসহ সাবেক ইউপি সদস্য আটক

সাতক্ষীরা: জেলার কলারোয়া সীমান্ত থেকে চার বোতল এলএসডি ও এক কেজি হেরোইনসহ মো. হাসানুজ্জামান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০৫ জুন) রাতে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক হাসানুজ্জামান উপজেলার চান্দা গ্রামের মো. কিসমত আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক জানান, মাদরা সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক পাচার হয়ে আসছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের চান্দা নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে পাচার হয়ে আসা চার বোতল এলএসডি ও এক কেজি হেরোইনসহ কারবারি মো. হাসানুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।