ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

তাপ কমাতে গাছ লাগাতে বললেন চিফ হিট অফিসার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুন ৬, ২০২৩
তাপ কমাতে গাছ লাগাতে বললেন চিফ হিট অফিসার কথা বলছেন চিফ হিট অফিসার বুশরা আফরিন।

ঢাকা: তাপ কমাতে গাছ লাগানোর হচ্ছে সবচেয়ে ভালো উপায় বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন।

ডিএনসিসির দুই লাখ গাছ লাগানো কর্মসূচির মধ্য দিয়ে নিজের কাজ শুরু করলেন চিফ হিট অফিসার।

এ সময় গরম কমাতে দীর্ঘমেয়াদি সুফল পেতে বৃক্ষরোপণের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।  

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়কে গাছ লাগানো কর্মসূচির সময় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আরও কিছু পরিকল্পনা নিয়ে শিগগিরই কাজ শুরু করা হবে। আমাদের টেকসই পরিকল্পনা নিতে হবে। হঠাৎ করে কোনো পরিকল্পনা নেওয়া যাবে না। এমন পরিকল্পনা নিতে হবে যাতে সেখান থেকে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যায়।

এর আগে গাছ লাগানো কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।  

মেয়র বলেন, সিটি করপোরেশনের আগামী বাজেটে বৃক্ষরোপণ আর রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এনবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।