ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত, ২ বখাটে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ৭, ২০২৩
গোপালগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত, ২ বখাটে আটক আটক দুই যুবক

গোপালগঞ্জ: গোপালগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটে যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) দুপুরের দিকে জেলা সদর উপজেলার পাইককান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- একই উপজেলার চন্দ্র দীঘলিয়া গ্রামের বালা মোল্লার ছেলে মো. ইয়াসিন মোল্লা (১৮) ও মো. শাহাদৎ মোল্লার ছেলে মো. আরিফুজ্জামান মোল্লা (২০)।  

মামলার অভিযোগে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাচ্ছিল এক ছাত্রী। পথে স্থানীয় পাইককান্দি মোল্লা বাড়ির সামনে এলে ইয়াছিন ও আরিফুজ্জামান ওই ছাত্রীর পথরোধ করে হাত ধরে টানা-হেঁচড়া করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে স্থানীয়রা ওই দুই বখাটে যুবককে আটক করে। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার ওই ছাত্রীর চাচা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ওই দুই বখাটে যুবকের নামে নিয়মিত মামলা রজু করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।