ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৬

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার সময় ৬ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) দিনগত রাতে উপজেলার ডহর শংকর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান নামে একজন রাজাপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।  

গ্রেপ্তাররা হলেন- বাগের হাট উপজেলার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে শহীদুল ইসলাম হাওলাদার (৫৯), ঝালকাঠির গোয়ালকান্দা এলাকার বকলু হাওলাদারের ছেলে এনায়েত হাওলাদার (৪২) , লক্ষীপুর সদরের মৃত আ. সাত্তারের ছেলে কামাল উদ্দিন(৪৫), ভোলার দক্ষিণ আইচা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আমান উল্লাহ (৩৯), লালমোহন এলাকার মৃত শাওকত হাওলাদারের ছেলে শামিম হাওলাদার, (১৮) ও নোয়াখালীর শ্রীনন্দ এলাকার মৃত আবুল মোবারকের ছেলে সৈয়দ মো নিজাম উদ্দিন (৪২)।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

সঞ্জীব কুমার জানান, শনিবার গভীর রাতে রাজাপুর উপজেলা ডহর শংকর এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে। এসময় তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ