ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় চিপস কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
বগুড়ায় চিপস কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়া: বগুড়ার শাহজাহানপুর উপজেলায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় চিপস তৈরি করার অপরাধে ওমর ফারুক নামে একটি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উৎপাদন করা পাঁচ হাজার প্যাকেট চিপস পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (১১ জুন) দুপুরে উপজেলার বেজোড়া হিন্দু পাড়ায় ওই নকল চিপস কারখানায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেজোড়া হিন্দু পাড়ায় ইমরান আলীর ওমর ফারুক চিপসের কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ‘ডিং ডং’ নামে চিপস তৈরি করছিল। চিপসের প্যাকেটে উৎপাদনের তারিখ ২০১৬ লেখা ছিল। চিপসের প্যাকেটে শিশুদের প্রলুব্ধ করার জন্য খেলনা দেওয়া হচ্ছে যা ঝুঁকিপূর্ণ। চিপসের গায়ে কারখানার ঠিকানা মধুপুর, টাঙ্গাইল লেখা থাকলেও উৎপাদন হচ্ছিলো বগুড়ায়। এসব অপরাধের কারণে কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানায় উৎপাদন করা পাঁচ হাজার প্যাকেট  ক্ষতিকর চিপস ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।