ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোড ট্রাফিক সেফটি নিয়ে শিক্ষার্থীদের আইডিয়া খুব সুন্দর: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুন ১১, ২০২৩
রোড ট্রাফিক সেফটি নিয়ে শিক্ষার্থীদের আইডিয়া খুব সুন্দর: ডিএমপি কমিশনার কথা বলছেন ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটনের রোড ট্রাফিক সেফটি নিয়ে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) পুলিশের সঙ্গে কাজ করছে বলে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রোড ট্রাফিক সেফটি নিয়ে শিক্ষার্থীদের আইডিয়া খুব সুন্দর।

রোববার (১১ জুন) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) পোস্টার এবং স্লোগান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

 

তিনি বলেন, আজকের প্রতিযোগিতায় রোড সেফটির ওপর ছাত্র-ছাত্রীরা সুন্দর সুন্দর স্লোগান লিখেছে। তাদের প্রত্যেকের আইডিয়া খুব সুন্দর ছিল। আমাদের ইচ্ছা ছিল সবাইকেই প্রথম পুরস্কার দেওয়ার। কিন্তু দেওয়ার সুযোগ না থাকায় পুরস্কার দিতে পারেনি।  

আমরা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সচেতন করার চেষ্টা করছি উল্লখে করে ডিএমপি কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যদি সচেতন হও, তোমরা অন্যদের সচেতন করতে পারবে। রোড সেফটিতে সর্তকতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

পোস্টার এবং স্লোগান প্রতিযোগিতার লক্ষ্য জাপানের অনুশীলনকে অন্তর্ভুক্ত করে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল সড়ক ব্যবহারকারী এবং নিরাপত্তা দূত হিসেবে তাদের তৈরি করা। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্ররা পোস্টার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ১৭০টি পোস্টার জমা দেওয়া হয়েছিল, সেসঙ্গে কলেজের ছাত্ররা স্লোগান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং ৪১০টি স্লোগান ব্যবহার করা হয়েছিল।  
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপি, জাইকা, জেট্রো (জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন), জেসিআইএডি (ঢাকায় জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন) এবং ডিআরএসপি ১শ’জনেরও বেশি অংশগ্রহণকারীর উপস্থিতিতে চমৎকার ১০টি পোস্টার এবং ১০টি স্লোগানের জন্য পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়। অন্যদেরও বিশেষ পুরস্কার দেওয়া হয়। বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরস্কার তুলে দেন।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা-বাংলাদেশের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

আরও উপস্থিত ছিলেন ডিএপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।  

অনুষ্ঠানে যুগ্ন পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার সহ জাইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২০২২ সালের মার্চ মাস থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সঙ্গে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) বাস্তবায়ন করছে।

ডিআরএসপি হলো তিন বছরের জন্য একটি প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প। এর লক্ষ্য ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাপক ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সক্ষমতা জোরদার করা। ডিআরএসপি তিনটি আউটপুট নিয়ে গঠিত, এবং আউটপুটগুলোর মধ্যে একটি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সড়ক নিরাপত্তা শিক্ষা/জনসংযোগের ওপর দৃষ্টি নিবদ্ধ করে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।