ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিয়ের গেট নিয়ে সংঘর্ষের ঘটনায় আগ্নেয়াস্ত্র জব্দ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুন ১২, ২০২৩
বিয়ের গেট নিয়ে সংঘর্ষের ঘটনায় আগ্নেয়াস্ত্র জব্দ  

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ের গেট স্থাপন নিয়ে দুপক্ষের সংঘর্ষে পাল্টা-পাল্টি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।


  
সোমবার (১২ জুন) দুপুরে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
  
গত ৬ জুন বোরহানপুর গ্রামের চঞ্চল মিয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গেট স্থাপন করা হয়। পাশের বাড়ির কায়েছ মিয়ার দাবি, তাদের জায়গায় গেটটি স্থাপন করা হয়েছে। এজন্য তিনি সেটি অপসারণ করতে বলেন। এনিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ পাল্টা-পাল্টি গুলি ছোড়ে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।  

এসআই জাহাঙ্গীর আলম বলেন, রোববার (১১ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার বোরহানপুর গ্রামের জাকির হোসেনের বাড়ির ড্রেন থেকে একটি পাইপগান, দুটি গুলির খোসা ও দুটি পাইপ জব্দ করা হয়েছে। তিনি কায়েছ মিয়ার পক্ষের লোক।   তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।