ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুন ১২, ২০২৩
সিদ্ধিরগঞ্জে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা! ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফাঁস দিয়ে আব্দুল বাতেন নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (১২ জুন) ভোরে সিদ্ধিরগঞ্জের আশরাফ আলী ফিলিং স্টেশন সংলগ্ন টিনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির।  

মৃত যুবক সুনামগঞ্জ জেলার আব্দুল আজিজের ছেলে। তিনি (নাসিক) ৪ নং ওয়ার্ডস্থ আওলাবন এলাকায় বসবাস করতেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আত্মহত্যার খবর পাওয়া মাত্রই আমাদের থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।