ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, হেলপার আহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ১২, ২০২৩
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, হেলপার আহত

ফেনী: ফেনীতে সড়ক দুর্ঘটনায় অলি উদ্দিন (৩২) নামের এক ট্রাকচালক নিহত এবং চালককে সহকারী (হেলপার) আহত হয়েছেন।  

নিহত অলি উদ্দিন বগুড়া সদর উপজেলার নিসিন্দারা গ্রামের জিন্নত আলীর ছেলে।

নিহতের মরদেহ ফেনী সদর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  
আহত সহকারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি ও অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

ট্রাকটি রডবোঝাই করে চট্টগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মধুপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।  

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে রডবোঝাই করে ট্রাকটি বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলা মধুপুর নামক স্থানে পৌঁছ হলে সেখানে একটি কালর্ভাটের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক ও সহকারী ট্রাকের সামনের অংশে আটকা পড়ে।

খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।  

সেখানে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক অলি উদ্দিনে মৃত ঘোষণা করেন এবং সহকারীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম ঠিকানা জানা যায়নি। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত ও মুমূর্ষু সহকারীকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত ও সহকারী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।