ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় বিষমুক্ত সবজি উৎপাদন-বাজারজাতকরণ বিষয়ক গোলটেবিল বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুন ১২, ২০২৩
পাবনায় বিষমুক্ত সবজি উৎপাদন-বাজারজাতকরণ বিষয়ক গোলটেবিল বৈঠক

পাবনা: জেলায় পরিবেশবান্ধব সবজি উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জুন) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফর আর্থিক সহযোগিতায় ও পিসিডির আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মিলনায়তনে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন মণ্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবির, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বিএসআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ শামস তাবেজসহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সবাইকে সুস্থ থাকতে হলে বিষমুক্ত, নিরাপদ ও পরিবেশবান্ধব খাদ্যের কোনো বিকল্প নেই। আর এজন্য আমাদের কৃষকদের নিরাপদ সবজি উৎপাদন বাড়াতে হবে। জমির স্বাস্থ্য ভালো রাখতে জৈব সার ব্যবহার করতে হবে। এই প্রকল্পের মাধ্যমে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে লাভবান হচ্ছেন কৃষক। এক ফসলের জায়গায় চার ফসল উৎপাদন করতে পারছেন।

প্রকল্পের আওতায় পাবনা সদরের তিনটি গ্রামের কৃষকদের প্রযুক্তির ব্যবহার, বিপণন, উদ্যোক্তা ও ভোক্তার সামর্থ্য বাড়ানো এবং উৎপাদিত পণ্যের ব্রান্ড তৈরি ও সক্ষমতা বৃদ্ধিকে সহযোগিতা করছে পিসিডি। সারা দেশে পাবনা জেলার সবজি, ফল, দুধ ও দুগ্ধ জাতীয় পণ্যের জন্য সুনাম রয়েছে। তাই এই জেলা থেকেই বিষমুক্ত ও পরিবেশবান্ধব সবজি সারা দেশের সরবরাহ করা সম্ভব। উৎপাদিত এ সবজি সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির জন্য খামারবাড়ি সংলগ্ন অস্থায়ী স্টলে বিক্রি করছে আয়োজকেরা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কৃষক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।