হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে ৬৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জুন) উপজেলায় নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চুনারুঘাট উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের জাহাঙ্গীর মিয়া (৩৫) ও রাজার বাজার এলাকার সজিব মিয়া (২১)।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের নিজ বাড়ি থেকে ৫৩ কেজি গাঁজাসহ জাহাঙ্গীরকে আটক করা হয়। একই সময় উপজেলার রাজার বাজার এলাকায় নিজ বাড়ি থেকে ১০ কেজি গাঁজাসহ সজিবকে আটক করা হয়। এ ঘটনায় আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে তাদের সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এসআরএস