ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার এক বন্দি মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার এক বন্দি মারা গেছেন

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিডিআর বিদ্রোহ মামলার বন্দি আবেদ আলি (৫৭) মারা গেছেন।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রোকনুজ্জামান বাংলানিউজকে জানান, বিডিআর বিদ্রোহ মামলার আসামি আবেদ আলীর বাড়ি দিনাজপুরের মুরাদপুর গ্রামে। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে গত ৭ জুন দুপুরে তাকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ আবেদ আলীর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, আবেদ আলীর হাজতী নম্বর ১৩৬০৯/১৯। তার বাবার নাম মসির উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।