ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাবেক সচিব আছিয়া খাতুনকে দুদকে কমিশনার পদে নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
সাবেক সচিব আছিয়া খাতুনকে দুদকে কমিশনার পদে নিয়োগ আছিয়া খাতুন

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সাবেক সচিব মোছা. আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬ (১) ধারার বিধানমতে তাকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে নিয়োগ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৩ ধারার বিধানমতে আছিয়া খাতুন কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমআইএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।