ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বহুল প্রত্যাশিত ‘ইস্ট ওয়েস্ট ফুটওভার ব্রিজ’ নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
বহুল প্রত্যাশিত ‘ইস্ট ওয়েস্ট ফুটওভার ব্রিজ’ নির্মাণ কাজের উদ্বোধন ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক প্রগতি সরণী। এই সড়কের রামপুরা ব্রিজ সংলগ্ন আফতাবনগর প্রবেশের মুখে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ও জনসাধারণের পারাপারের সুবিধার্থে চারকোটি টাকা ব্যয় করে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বহুল প্রত্যাশিত এই ফুটওভার ব্রিজটি ২০২৪ সালের আগেই চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বুধবার (১৪ জুন) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসের অডিটরিয়ামে আফতাবনগর-মেরুল সড়কে ইস্ট ওয়েস্ট ফুট ওভারব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আমি মনে করি, সিটি করপোরেশন ও আফতাবনগরবাসীর জন্য আজকে একটি ঐতিহাসিক দিন। কারণ, অনেক প্রত্যাশিত একটি ফুটওভার ব্রিজ হতে যাচ্ছে। এর জন্য এলাকাবাসীর বহুবার সিটি করপোরেশনে গিয়েছেন। পাশাপাশি এখানে একটি ফুটওভার ব্রিজ ছাত্র-ছাত্রীদের বহুদিনের দাবি ছিল।  

বনশ্রী প্রবেশের মুখে বা রামপুরা ব্রিজের সামনে কেন ফুটওভার ব্রিজ করা সম্ভব হয়নি এ বিষয়ে মেয়র বলেন, আমরা বিভিন্ন সময় চিন্তা করেছি আফতাবনগর ও মেরুলের কোন জায়গায় এই ফুটওভার ব্রিজ নির্মাণ করা যায়। আবার অনেকেই বলেছিলেন রামপুরা ব্রিজের মোড়ে এই ফুটওভার ব্রিজটা করা যায় কিনা। পরে এটা নিয়ে আমরা অনেক বার ডিজাইন করি। যাতে করে রামপুরা, বনশ্রী, হাতিরঝিল ও আফতাবনগরের জনসাধারণ এই পথ দিয়ে যাতায়াত করতে পারেন। কিন্তু ইটিপির মাধ্যমে পরিকল্পনা হয় বনশ্রীর পাশ দিয়ে একটি এক্সপ্রেসওয়ে হবে, যা হাতিরঝিল ক্রস করবে। এই কারণে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেই যে, এই রাস্তায় ফুটওভার ব্রিজ করা যাবে না। মূলত, এ কারণেই আমরা ১১ মাস পিছিয়ে গিয়েছি। না হলে এতো দিনে এই ব্রিজটি ব্যবহার করা যেত।  

ব্রিজের নাম ‘আফতাবনগর-মেরুল’ না দিয়ে কেন ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফুটওভার ব্রিজ’ দেওয়া হল এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমি সকাল বেলা এসে দেখছিলাম এই ফুটওভার ব্রিজের নাম দেওয়া হয়েছে ‘আফতাবনগর-মেরুল ফুটওভার ব্রিজ’। তখন আমি চিফ ইঞ্জিনিয়ারকে বললাম, এই নাম কেন দিয়েছেন? তখন তিনি আমাকে বললেন, এই ব্রিজ করতে অনেক টাকা ব্যয় হবে, কিন্তু এটার মেনটেনেন্স (পরিচর্যা) যদি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি না করে তাহলে কি হবে? তাই আমি বলব, প্রতিটি কাজে কিছু চাওয়া পাওয়ার বিষয় থাকে।

তিনি বলেন, এই শহরে অনেক কিছুই হয় কিন্তু আমরা কেউ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চাই না। তাই ইস্ট ওয়েস্ট ভার্সিটিকে আমি বলেছি, আপনারা যদি এই ব্রিজের মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন তাহলে এই ফুটওভার ব্রিজের নাম 'ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফুটওভার ব্রিজ' রাখা হবে। আপনাদের (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী ও কর্তৃপক্ষ) মনে রাখতে হবে এই ফুটওভার ব্রিজের ব্যবহারকারী কিন্তু অনেক বেশি। তাই প্রথমত মেইনটেনেন্সটা খুব ভালো করে করতে হবে। আর এই ব্রিজটা যদি দেখতে সুন্দর দেখায় তাহলে ইউনিভার্সিটির নাম উজ্জ্বল হবে।  

২০২৪ সালের আগেই 'ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফুটওভার ব্রিজটি' তৈরি করা হবে এমনটা জানিয়ে মেয়র বলেন, নতুন বছর ২০২৪ সালকে যেই দিন বরণ করে নেওয়া হবে সেই দিন আপনাদের (আফতাবনগরবাসী) সঙ্গে নিয়ে এই ব্রিজটি খোলা হবে। আমরা মনে করি, এই বছরের শেষের দিকেই এই ব্রিজের কাজ সম্পন্ন হয়ে যাবে। এই ব্রিজটি এলাকাবাসী, কাউন্সিলরসহ সবার।  

একই সঙ্গে, রাস্তা দিয়ে পারাপার না হয়ে ফুটওভার ব্রিজ ব্যবহারের জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।  

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেয়র আতিকুল ইসলাম ইস্ট ওয়েস্ট  ইউনিভার্সিটির চত্বরে বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে রামপুরা ব্রিজ সংলগ্ন আফতাব নগরের মেইন রোডে 'ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফুটওভার ব্রিজ' এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করে দোয়া ও মোনাজাত করা হয়।  

উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুখ্য উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল আমিনুলসহ উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলররা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
ইএসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।