ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
লোহাগড়ায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২২ প্রতীকী ছবি

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।  

পুলিশ জানায়, অভিযানকালে লোহাগড়ার চাপুলিয়া গ্রামের ইব্রাহিম মোল্যা, উসমান মোল্যা, ফারুক মোল্যা, হাসমত মোল্যা, হিরু শেখ, শাফায়েত মোল্যা, ইকরাম শিকদার, সাদ্দাম শিকদার, সাজ্জাদ মোল্যা, সুজন মোল্যা, নজরুল মোল্যা, মিন্টু মোল্যা, মিলন মোল্যা, আমির মোল্যা, জমির মোল্যা, গণি মোল্যা, মাহাবুব মোল্যা, কামরুল মোল্যা, খায়ের শেখ, সিরাজ শেখ, তারা মিয়া এবং ওহিদুল মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।