ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মইয়ে আটকে ছিলেন এসি মেকানিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মইয়ে আটকে ছিলেন এসি মেকানিক

ঢাকা: মুন্সিগঞ্জের গজারিয়ায় মার্কেটের এসি সার্ভিসিংয়ের জন্য উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে মইয়েই আটকে ছিলেন এক মেকানিক। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (১৫ জুন) বিষয়টি জানান ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, বুধবার (১৪ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে আবু রায়হান নামে এক কলার মুন্সিগঞ্জের গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ডের জিন্নাত আলী মার্কেট থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে কল করেন।  

কলার জানান, তাদের মার্কেটে এসি সার্ভিসিংয়ের জন্য একজন এসি মেকানিক মই বেয়ে উঠেছিলেন। অসাবধানতাবশত চার হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লেগে অজ্ঞান তিনি হয়ে মইয়ে আটকে আছেন। এ অবস্থায় কলার দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানান।

৯৯৯ এর কলটেকার কনস্টেবল শাকিল হোসেন কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল শাকিল তাৎক্ষণিকভাবে মুন্সিগঞ্জের গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান।

সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এসি মেকানিক তানভীরকে (১৮) জীবিত অবস্থায় উদ্ধার করে নামিয়ে এনে হাসপাতালে পাঠান।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।