ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যায় মাগুরা প্রেসক্লাবের নিন্দা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যায় মাগুরা প্রেসক্লাবের নিন্দা

মাগুরা: দুর্বৃত্তদের হামলায় বাংলানিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাগুরা জেলা প্রেসক্লাব।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন মাগুরা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান।

বিবৃতিতে প্রেসক্লাবের নেতারা বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে রাতের অন্ধকারে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ হত্যার ঘটনায় অভিযুক্তদের প্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

এ সংক্রান্ত আরও নিউজ পড়তে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।