ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভুলতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
ভুলতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ৪ ছবি: প্রতীকী

ঢাকা: নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন আহত হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ভুলতা গাউছিয়া আউখাবর এলাকায় এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ওয়েল্ডিং কারখানার কর্মচারী তরিকুল ইসলাম (২৩), মাহিম শেখ (১৯), মো. রাসেল (৩০) ও শামীম গাজী (৪০)।

কারখানাটির কর্মচারী মো. হাবিবুর রহমান জানান, কারখানাটির পাশেই গোডাউনের জন্য নতুন করে একটি ঘর তৈরির কাজ করছিলেন তারা। সকালে স্টিলের পাইপ দিয়ে তৈরি বিশেষ ধরনের মইয়ে (স্ক্যাফোল্ডিং) দাঁড়িয়ে ওয়েল্ডিং করছিলেন। এ সময় চার কর্মচারী ধরে সেই মই এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় ওয়েল্ডিং করার বৈদ্যুতিক তার সেটার সঙ্গে আটকে ছিঁড়ে মইটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ওই চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তাদের কারোর অবস্থা আশঙ্কাজনক না। অবজারভেশনে রাখা হয়েছে। চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।