ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা: দৃষ্টান্তমূলক শাস্তি চায় এসসিআরএফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: দৃষ্টান্তমূলক শাস্তি চায় এসসিআরএফ

ঢাকা: জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজটুয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ)।

শনিবার (১৭ জুন) সংগঠনের পক্ষে সভাপতি আশীষ কুমার দে ও সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে এই দাবি জানান।

নৌ, রেল ও সড়ক যোগাযোগ খাতে কর্মরত ঢাকার গণমাধ্যমকর্মীদের সংগঠন এসসিআরএফের বিবৃতিতে বলা হয়, বাংলানিউজটুয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টেলিভিশনের স্থানীয় সংবাদ সংগ্রাহক নাদিমকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই নির্মমতার সুষ্ঠু বিচার না হলে মুক্ত গণমাধ্যম চর্চা মুখ থুবড়ে পড়বে।

বিবৃতিতে পৈশাচিক এ হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নকারী স্থানীয় সাধুপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সীমান্ত জেলা পঞ্চগড় থেকে গ্রেপ্তার করায় র‍্যাবকে ধন্যবাদ জানানো হয়। তবে ঘটনার তিনদিন পরও এজাহারভুক্ত অন্য কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এসসিআরএফ নেতারা নিহত সাংবাদিক নাদিমের পরিবারকে আশু প্রয়োজনীয় অর্থ সহায়তা দেওয়া এবং অসহায় পরিবারটিকে পুনর্বাসনের দাবি জানান। একইসঙ্গে ঢাকাসহ সারা দেশে কর্মরত সব মতাদর্শের গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বাধীনতা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

উল্লেখ্য, গোলাম রাব্বানী নাদিম বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে।

বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

নাদিম হত্যাকাণ্ড সম্পর্কে আরও পড়তে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।