ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাদিম হত্যাকারীদের বিচার দাবি কালকিনি রিপোর্টার্স ইউনিটির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
নাদিম হত্যাকারীদের বিচার দাবি কালকিনি রিপোর্টার্স ইউনিটির

মাদারীপুর: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও মূলহোতা ইউপি চেয়ারম্যান বাবুসহ সব জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

 

এতে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন এর সভাপতিত্বে বক্তব্য দেন- মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক আরাফাত শরীফ, সাবেক কাউন্সিলর মো. মস্তফা, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন লিটন ফকির, সিনিয়র সহসভাপতি মাসুদ আহম্মেদ কাইউম, ভুরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শেখ লিয়াকত হোসেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য আবির হাসান পারভেজ, প্রচার সম্পাদক সুমন আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খান তাহের।

এ সময় বক্তারা বলেন, দ্রুত আইনের মাধ্যমে সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুন ১৮, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।