ফেনী: ২৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. নজরুল ইসলামকে (৪১) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
শনিবার (১৭ জুন) রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের পাঁচগাছিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে র্যাব-৭।
আটক মো. নজরুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের মো. আইয়ুব আলী মাস্টারের ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক কারবারি পিকআপে মাদক বিক্রয়ের জন্য ফেনী থেকে নোয়াখালীর দিকে নিয়ে যাচ্ছেন। র্যাবের একটি দল রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের পাঁচগাছিয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি সন্দেহজনক পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে পিকআপসহ তাকে আটক করে।
আটক নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে পিকআপের ড্রাইভিং সিটের বাম পাশের সিটের ওপর দুইটি প্ল্যাস্টিকের বস্তা থেকে মোট ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য চারলাখ টাকা।
আটক মাদক কারবারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ফেনী, নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রয় করে আসছিলেন।
ফেনীস্থ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এসএইচডি/এসআইএ