ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার রবিউল হাসান রানা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল হাসান রানা (২৪) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। রানা ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র।

শনিবার (১৭ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল, দুটি সিম কার্ড ও ১১টি উগ্র মতাদর্শের বইয়ের সফটকপি জব্দ করা হয়েছে।

রোববার (১৮ জুন) তাকে গ্রেপ্তারের বিষয়টি জানান এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের এএসপি ওয়াহিদা পারভীন।

তিনি জানান, রানা ফেসবুক আইডি ব্যবহার করে আনসার আল ইসলামের বিভিন্ন আইন বহির্ভূত ভিডিও ক্লিপস আদান-প্রদান করে আসছিলেন। বর্তমান রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করতে অনলাইনে বিভিন্ন প্রচার-প্রচারণা করে আসছিলেন।

এছাড়া, আনসার আল ইসলামের ফেসবুক পেইজের বিভিন্ন জঙ্গি সংক্রান্ত পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এবং নিজেও বিভিন্ন পোস্ট করে উগ্রবাদী কার্যক্রম চালাচ্ছিল। দীর্ঘ দুই বছর ধরে রানা আনসার আল ইসলামের দাওয়াতি কার্যক্রমের সঙ্গে সংযুক্ত ছিলেন।

তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।