ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাচ্চু গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাচ্চু গ্রেপ্তার

ঢাকা: যৌতুকের দাবিতে স্ত্রী জাহানারাকে পিটিয়ে হত্যায় দায়েরকৃত মামলার আসামি মো. বাচ্চু হাওলাদারকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বাচ্চু গত ২০ বছর পলাতক ছিলেন।

সোমবার (১৯ জুন) র‌্যাব-৩ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, রোববার (১৮ জুন) রাতে কুমিল্লার চান্দিনা থানাধীন এলাকা থেকে বাচ্চুকে গ্রেপ্তার করে র‌্যাব ৩ ও ১১’র যৌথ আভিযানিক দল। ২০০৩ সালে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী জাহানারে পিটিয়ে হত্যা করেছিলেন বাচ্চু হাওলাদার।

আরিফ মহিউদ্দিন বলেন, মামলার সূত্র ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি, বিয়ের পর থেকেই নিজের স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে আসতে চাপ দিচ্ছিলেন বাচ্চু। একে কাজ না হওয়ায় তিনি জাহানারাকে মারধর, শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। তা ছাড়া পরী বানু নামে এক নারীর সঙ্গে বাচ্চুর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ২০০৩ সালের ১৯ আগস্ট ভোরে জাহানারার সঙ্গে এসব বিষয়ে বাচ্চুর কলহ সৃষ্টি হয়। এর জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন বাচ্চু।

র‌্যাব-৩ অধিনায়ক জানান, সেদিন সকালে বাচ্চুর প্রতিবেশীরা জাহানারার মরদেহ দেখতে পেয়ে তার বাবা মফিজুল হক ব্যাপারীকে খবর দেয়। ২০ আগস্ট মফিজুল হক বাদী হয়ে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানায় বাচ্চুকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১৮ সালের ১ আগস্ট বাচ্চুকে মৃত্যুদণ্ড দেন। তবে মামলা রুজু হওয়ার পর থেকে বাচ্চু পলাতক ছিলেন। দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে তিনি জীবনযাপন করছিলেন।

আসামি বাচ্চুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসজেএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।