ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ২১, ২০২৩
নওগাঁয় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

নওগাঁ: নওগাঁর রাণীনগরে বজ্রপাতে সামিউল (১০) ও রিফাত (৩) বছর বয়সী আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  

বুধবার (২১ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামের লাভলু ফকিরের দুই ছেলে।

স্থানীয় প্রতিবেশী আলমগীর হোসেন বলেন, দুপুরে বৃষ্টির সময় বাড়ির সামনে শামিউল ও রিফাত হোসেন খেলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।  

তিনি আরও বলেন, লাভলু ফকিরের আর কোনা সন্তান নেই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। সরকারিভাবে ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।