যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইউনিসেফের সহযোগিতায় শিশুদের, বিশেষ করে মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে একটি উদ্ভাবনী কর্মসূচি চালু করেছে। বুধবার (২১ জুন) এটি চালু করা হয়।
এটি বাংলাদেশি আত্মরক্ষার বিশেষায়িত সংস্থা কারাতে দো এর সঙ্গে একটি অংশীদারত্ব, যেটি প্রান্তিক ও দুর্বল শিশুদের, কিশোর-কিশোরীদের আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেয়।
কর্মসূচি চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব ফজলে এলাহি, ক্রীড়া বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস আলম, ঢাকা জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচি শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং ক্ষতিকর অভ্যাস প্রতিরোধের জন্য নেওয়া জাতীয় কর্মসূচির অন্তর্ভুক্ত।
ইউনিসেফ এক লাখের বেশি শিশু (৭০ শতাংশ) ও পাঁচ লাখের বেশি অভিভাবকের জন্য ২৫টি জেলার এবং ১২টি সিটি করপোরেশনে আত্মরক্ষার বিষয়ে ৬ ঘণ্টার সেশনের আয়োজন করতে চাচ্ছে।
ইউনিসেফের শিশু সুরক্ষা ব্যবস্থাপক এলিসা ক্যালপনা বলেন, ইউনিসেফ শিশুদের এবং তাদের সম্প্রদায়ের ক্ষমতায়নের প্রবেশবিন্দু হিসাবে উন্নয়নের জন্য খেলাধুলাকে অত্যন্ত মূল্যায়ন করে। প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে প্রান্তিক মেয়েদের চলাফেরার সময় এবং আগ্রাসন বা উত্পীড়নের ঝুঁকির মুখোমুখি হওয়ার সময় তাদের আত্মরক্ষাকে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে মনে করে।
শিশু সুরক্ষা বিশেষজ্ঞ মনিরা হাসান জানান, ২০২৩ সালের জুন থেকে শুরু করে ১২ মাসের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সব জেলা ক্রীড়া কর্মকর্তাদের প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে সামগ্রিক বাস্তবায়ন পরিচালিত হবে। এটি একটি দেশব্যাপী প্রচার এবং কর্মসূচির স্থায়িত্ব নিশ্চিত করবে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ২২, ২০২৩
আরএইচ