বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম।
তিনি জানান, স্বাভাবিক নিয়মে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামানকে কাউনিয়া থানায় ও কাউনিয়া থানার ওসি এইচ এম আবদুর রহমান মুকুলকে বন্দর থানায় বদলি করা হয়েছে।
তারা দ্রুত সময়ের মধ্যে নতুন বদলিকৃত থানার দায়িত্বভার গ্রহণ করবেন বলেও জানান ফজলুল করিম।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এমএস/আরবি