ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সংবাদিককে হুমকি, সমবায় কর্মকর্তার নামে থানায় জিডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ২২, ২০২৩
সংবাদিককে হুমকি, সমবায় কর্মকর্তার নামে থানায় জিডি অভিযুক্ত সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সমবায় কর্মকর্তা দেবাশীষ দেবের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

বুধবার (২১ জুন) দিনগত রাতে আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু হেনা আজমিরীগঞ্জ থানায় জিডিটি করেন।

তিনি জিডিতে উল্লেখ করেছেন, আজমিরীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় গত ১৪ জুন দৈনিক খোয়াই পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরে ওই কর্মকর্তা ১৯ জুন বিকেলে সাংবাদিক আবু হেনাকে উপজেলা পরিষদের ভেতরের রাস্তায় পেয়ে হুমকি দেন।

কেন সংবাদ প্রকাশ করেছেন জানতে চেয়ে ওই কর্মকর্তা স্থানীয় বাসিন্দা বলে হুমকিসূলভ কতাবার্তা বলেন। এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি ফরহাদ চৌধুরীও সঙ্গে ছিলেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জিডির সত্যতা নিশ্চিত করেছেন।

তবে অভিযোগ মিথ্যা দাবি করে দেবাশীষ দেব বলেন, আমি এ ধরনের হুমকি দেইনি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।