ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা: মূলহোতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুন ২২, ২০২৩
বোয়ালমারীতে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা: মূলহোতা গ্রেপ্তার শাহিদ

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মেহেদী মৃধা (২৩) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিদ (৩০) নামে মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২২ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার চরভদ্রাসন উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মেহেদীকে হত্যার পর থেকে শাহিদ পলাতক ছিলেন।  

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, শাহিদকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। শাহিদের তথ্যমতে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে আগামীকাল শুক্রবার (২৩ জুন) বিস্তারিত জানানো হবে।  

এর আগে, চলতি মাসের গত ৬ জুন মেহেদীকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।  

গ্রেফতার পাঁচজন হলেন- বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি, একই উপজেলার কামারগ্রাম মৃধাপাড়া এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে বিল্লাল মৃধা (২৩), একই গ্রামের কালামিয়ার ছেলে শহীদ (৩৫), লিয়াকতের ছেলে ওবায়দুর (৪৫), ওবায়দুরের ছেলে সোহান (২০) ও আবু মিয়ার ছেলে গফুর (৫০)।   

এর মধ্যে বিল্লালকে বিতর্কিত টিকটিক ভিডিও শেয়ার করার কারণে দুই মাস আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানান বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল।  

প্রসঙ্গত, গত ৪ জুন রাত ৯টার দিকে বোয়ালমারী পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের কামার গ্রামের সালাম মৃধার ছেলে মেহেদী মৃধাকে তার বাড়ির পাশে ধারাল ছেনদা দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।