ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রিকশাচালক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ বছর পর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
রিকশাচালক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ বছর পর গ্রেপ্তার

ঢাকা: কিশোরগঞ্জে রিকশাচালক শামীম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শফিকুল ইসলামকে (২৬) ৮ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২২ জুন) সিলেট বিমানবন্দর থানা এলাকায় র‍্যাব-৩ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর রিকশা চালিয়ে বাড়িতে ফিরছিলেন শামীম। পথে শফিকুল ইসলাম ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে শামীমের পথরোধ করে। তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি অচেতন হয়ে যান। একপর্যায়ে শফিকুল ভিকটিমের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

পরদিন রাত সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শামীমের চাচা মানিক বাদী হয়ে কিশোরগঞ্জ সদর একটি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর থেকে গ্রেপ্তার এড়াতে নিজের অবস্থান পরিবর্তন করছিলেন শফিকুল। এ সময়ে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট এলাকায় আত্মগোপনে থেকে পলাতক জীবনযাপন করে আসছিলেন আসামি।  

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‍্যাবের এই সিনিয়র কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
পিএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।