ঢাকা: যত্রতত্র কোরবানির পশুর হাট বন্ধ, পর্যাপ্ত স্থায়ী জবাইকেন্দ্র স্থাপন ও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের দাবিতে নাগরিক সমাবেশ হয়েছে।
শুক্রবার (২৩ জুন) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ দাবি করা হয়।
বাপার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাসের সঞ্চালনায় নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন বাপার নির্বাহী সদস্য জাকির হোসেন, আমিনুর রসুল, ড. মাহবুব হোসেন, ইবনুল সাঈদ রানা, বাপার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, আদি ঢাকাবাসী ফোরামের সভাপতি জাভেদ জাহান, পুরান ঢাকা নাগরিক কমিটির সভাপতি, নাজিম উদ্দীন, নগরবাসী পরিবেশ আন্দোলনের সভাপতি, হাজি আনছার আলী ও গ্রীন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক তারেক রায়হান।
এছাড়া এতে আয়োজক সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা, পরিবেশবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, যত্রতত্র কোরবানির পশুর হাট বন্ধ, স্থায়ী জবাইকেন্দ্র স্থাপন ও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করা সরকার এবং সিটি করপোরেশনের মূল দায়িত্ব। পাশাপাশি দেশের জনসাধারণকে অধিক সচেতন হতে হবে নির্দিষ্ট স্থানে কোরবানি করা এবং কোরবানি পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য নিজে অপসারণ করা এবং সংশ্লিষ্টদের সহায়তা করা।
সমাবেশ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো-
১. যত্র তত্র পশুর হাট বসানো সম্পূর্ণ বন্ধ ও নির্ধারিত স্থানে পশুর হাট নিশ্চিত করতে হবে।
২. পশুর হাটের প্রতিদিনের বর্জ্য দিন শেষে নিয়মিত ও সম্পূর্ণ অপসারণ করতে হবে।
৩. এলাকাভিত্তিক নির্ধারিতস্থানে কোরবানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৪. কোরবানির পর অবিলম্বে সব বর্জ্য অপসারণ করতে হবে।
৫. সিটি করপোরেশনের আর্থিক, জনবল, যানবাহনসহ সার্বিক সক্ষমতা বাড়াতে হবে।
৬. পাড়ামহল্লা ভিত্তিক নির্দ্দিষ্ট স্থানে কোরবানি ও নিয়মিত পশু জবাইয়ের পর্যাপ্ত স্থায়ী কেন্দ্র স্থাপন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
আরকেআর