ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

র‍্যাব সদস্য পরিচয়ে প্রতারণা, র‍্যাবের হাতেই ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
র‍্যাব সদস্য পরিচয়ে প্রতারণা, র‍্যাবের হাতেই ধরা

ঢাকা: র‍্যাব সদস্য পরিচয়ে প্রতারণাকালে রাজধানীর লালবাগ থেকে মুকুল হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৩ জুন) তাকে আটকের বিষয়টি জানান র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।

তিনি জানান, ঢাকার লালবাগের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব পরিচয়ে প্রতারণাকালে একজনকে আটক করা হয়েছে।  

আটক মুকুল বেশ কিছুদন ধরে নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক বা মালিকদের ইজিবাইক চলাচলের জন্য প্রধানমন্ত্রীর এপিএসের কাছ থেকে অনুমতি এনে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিলেন।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।