ঢাকা: রাজধানীর রামপুরা এলাকা থেকে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড বিক্রয়কারী চক্রের মূলহোতা জোবায়ের হাছান রাতুল (২০) ও তার অন্যতম সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
গ্রেপ্তার অপর আসামী হলেন মো. ফাহিম হোসেন রানা (১৯)। অভিযানকালে ১৫০টি অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আরিফ মহিউদ্দিন জানান, শুক্রবার (২৩ জুন) রাতে রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড বিক্রয়কারী প্রতারক চক্রের মূলহোতা জোবায়ের হাছান রাতুল গাজীপুরের পুবাইল থানার হায়দারাবাদ এলাকার মো. ইমাম আলীর ছেলে। তার সহযোগী ফাহিম হোসেন রানা একই এলাকার মো. সেকেন্দার আলীর ছেলে।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহজ-সরল মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে তথ্য হাতিয়ে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছিলেন তারা।
তিনি আরও জানান, অবৈধ এসব সিমকার্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধী চক্র তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে থাকে। অপরাধী চক্রের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিজেদের গোপন রাখতে এ সিমকার্ড ব্যবহার করে থাকেন।
মূলত এজন্যই অসাধু সিমকার্ড বিক্রি চক্রের নামে র্যাবের অভিযান চলছে বলেও জানান আরিফ মহিউদ্দিন।
তাদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এসজেএ/আরবি