ঢাকা: জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রোইক্স ও ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন পোলার্ড পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার (২৫ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের নারী শান্তিরক্ষী বাড়ানোর লক্ষ্য পূরণে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান।
ড. মোমেন বলেন, জাতিসংঘের ইউনিফর্মড জেন্ডার প্যারিটি কৌশল অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যে নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়াচ্ছে। শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতেও জোর দেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়মিত ও কাস্টমাইজড প্রি-ডেপ্লয়মেন্ট ট্রেনিং প্রদানের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠা করেছে। পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘের প্রচেষ্টার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ড. মোমেন নারী শান্তিরক্ষীদের ব্যক্তিগত আত্মত্যাগের স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন। তিনি লক্ষ্য করেছেন যে নতুন ডিজিটাল প্রযুক্তি কার্যকর শান্তিরক্ষা কার্যক্রমের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।
জ্যঁ পিয়েরে ল্যাক্রোইক্স ও ক্যাথরিন পোলার্ড জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশের অগ্রণী অবস্থানের প্রশংসা করেন। তারা নারী শান্তিরক্ষী বৃদ্ধিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও প্রচেষ্টারও প্রশংসা করেন। তারা বৈশ্বিক শান্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের আশ্বাসকে স্বাগত জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
টিআর/এমজেএফ