ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই স্কুলের শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৫ জুন) দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দুপুরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত ওবাইদুল ইসলাম তুহিন জেলার জীবননগর উপজেলার শাহপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে ও চুয়াডাঙ্গা শহরের কালেক্টরেট স্কুলের সমাজ বিজ্ঞানের শিক্ষক।  

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের কালেক্টরেট স্কুলের সমাজ বিজ্ঞানের শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনের কাছে প্রাইভেট পড়তো একই স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রী। প্রতিদিনের মতো আজ রোববার সকাল পৌনে ১০টায় ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায় তার স্কুলের অদূরে সানফ্লাওয়ার স্কুলে। সেখানে প্রাইভেট পড়ার একপর্যায়ে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন শিক্ষক তুহিন আর ভুক্তভোগী শিক্ষার্থীকে ছুটি না দিয়ে বলে আরও অংক করতে হবে। অংক করার একপর্যায়ে খাতা দেখার সময় ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেন শিক্ষক। এসময় শিক্ষার্থী কান্নাকাটি করতে থাকে। পরে আবারও জাপটে ধরতে চাইলে শিক্ষার্থী দৌড়ে পালাতে যায়। এ সময় রাস্তায় ভুক্তভোগীর মামা দেখে স্কুল শিক্ষার্থীকে বাড়িতে নিয়ে যায় এবং অভিভাবকের কাছে ঘটনা খুলে বলে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা-মা চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করে।   

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ভিকটিম স্কুল ছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আর গ্রেপ্তারকৃত শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।