ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ২২ কেজি গাঁজাসহ আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
বগুড়ায় ২২ কেজি গাঁজাসহ আটক দুই

বগুড়া: বগুড়ায় অভিযানে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৬ জুন) দুপুর পৌনে ১২টা টার দিকে বগুড়া র‍্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে ফিরোজ ইসলাম (২২) এবং একই এলাকার মৃত আজাহার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপে মাদক পরিবহণ করা হচ্ছে। তখন সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ও ২টি সিমকার্ড, পিকআপ জব্দ করা হয়েছে।

র‍্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরেই আসামিরা বিভিন্ন এলাকায় মাদক কেনা-বেচা করে আসছিল। সোমবার ভোরে তাদের আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।